চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

‘বর্ণে বর্ণালী, সাফল্যে ত্রিশ’ শ্লোগান ধারণ করে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মার্কেটিং বিভাগের ৩০ বছর পুর্তি উদযাপিত হয়েছে। সকালে বর্ণাঢ্য র‌্যালীর পর উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী সেশন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ৩০ বছর পুর্তি উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ নভেম্বর ০২, ০২:০২ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ৩০ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

মার্কেটিং বিভাগ থেকে শিক্ষাজীবন শেষ করে অনেক শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ম পালন করে কর্মদক্ষতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে চলেছেন। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। বিভাগের শিক্ষার্থীদের তাদের পূর্বসূরীদের ন্যায় জ্ঞান-গবেষণায় অধিকতর মনোযোগী হয়ে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করে দেশের উন্নয়ন-অগ্রগতিতে কাঙ্খিত ভূমিকা রাখার আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

 

১ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের উদ্যোগেবর্ণে বর্ণালী, সাফল্যে ত্রিশ শ্লোগান ধারণ করে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পাসে মার্কেটিং বিভাগের ৩০ বছর পুর্তি উদযাপিত হয়েছে। সকালে বর্ণাঢ্য র‌্যালীর পর চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী সেশন। এরপর সাড়ে ১১টায় Post-Pandemic Marketing: Challenges and Opportunities শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এস.এম সালামতউল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিপণন উদ্যোক্তা জনাব আফিস ইকবাল।

 

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার মার্কেটিং বিভাগের ৩০ বছর পুর্তি উপলক্ষে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, মার্কেটিং বিভাগ চবি ব্যবসায় প্রশাসন অনুষদের তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ জ্ঞান-গবেষণায় আলোকিত মানবসম্পদ উৎপাদনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কমার দে ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী। মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। উদ্বোধনী সেশন সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকলকে সাথে নিয়ে মাকের্টিং বিভাগের ৩০ বছর পুর্তির কেক কাটেন। মার্কেটিং বিভাগের পক্ষ থেকে চবি উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপাচার্য মাকের্টিং বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জন সভাপতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video