মহান বিজয় দিবস
উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের উদ্যোগে জাদুঘর প্রাঙ্গনে ৮ দিনব্যাপি (১৫-২২
ডিসেম্বর) ‘মুক্তিযুদ্ধের দলিলপত্র ও বই প্রদর্শনী’ শুরু হয়েছে।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ
আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু
কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির
আহাম্মদ।
উপাচার্য মহান
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের দলিলপত্র ও বই প্রদর্শনীর আয়োজন করায় চবি জাদুঘর কর্তৃপক্ষকে
আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিজয় অর্জন একইসূত্রে
গাঁথা। বিশ্ব ইতিহাসে বাঙালি জাতির এ বিরল অর্জন নিয়ে চবি জাদুঘর কর্তৃপক্ষ যে প্রদর্শনীর
আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের মহান
মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারবে মর্মে আশাবাদ ব্যক্ত করে উপাচার্য মুক্তিযুদ্ধ
বিষয়ক আরও বেশি প্রদর্শনী, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের আহবান জানান। পরে অতিথিবৃন্দকে
সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পূর্বাহ্নে উপাচার্য চবি জাদুঘরের সম্মুখে স্থাপিত
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘সাম্পান’ প্রদর্শনীর উদ্বোধন
করেন।
অনুষ্ঠানের অংশ
হিসেবে এতে স্বরচিত কবিতা পাঠ করেন চবি বাংলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ
মহীবুল আজিজ, ইংরেজি বিভাগের প্রফেসর দুরদানা মতিন, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর
ড. এ.কে.এম মাহফুজুল হক এবং চবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠান
সঞ্চালনা করেন চবি সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মিশকাতুল মমতাজ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, গ্রন্থাগারিক, কলেজ পরিদর্শক, প্রক্টর, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতির নেতৃবৃন্দ, চবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
- মা.ফা
মন্তব্য করুন