চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাাস) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চবি ক্লাব (ক্যাম্পাস) এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক এর সভাপতিত্বে গতকাল রবিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীণ আখতার বলেন, সিয়াম, সাধনা ও সংযমের মাস পবিত্র রমজান। আত্মসংযম, আত্মউপলব্ধি ও আত্মসচেতনতার মাধ্যমে নিজেদের সুশৃংখলভাবে গড়ে তোলার শিক্ষা দেয় এই পবিত্র মাহে রমজান। ইফতার মাহফিল ক্যাম্পাস ক্লাবের সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন অধিকতর সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। চবি ক্লাব (ক্যাম্পাস) এর সাধারণ সম্পাদক ড. মো. কোরবান আলীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ ও সুধিবৃন্দ। ইফতার মাহফিলে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
- তথ্য ও ছবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) চবি।
- মা.ফা/জা.হো.ম
মন্তব্য করুন