চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ ডিসেম্বর ১৪, ১২:১২ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর আয়োজিত ‘মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী স্মারক’-এর মোড়ক উন্মোচন করছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের উদ্যোগে জাদুঘর প্রাঙ্গনে ৯ দিন ব্যাপি (১৩-২১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী শুরু হয়েছে। ১৩ ডিসেম্বর বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ।

 

উপাচার্য বলেন, চবি জাদুঘর মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনীর যে আয়োজন করেছে তাতে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল উপস্থাপিত হয়েছে। এ প্রদর্শনী উপভোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দর্শকরা মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। মহান মুক্তিযুদ্ধ বিষয়ে আরও বেশি চর্চা ও গবেষণার মাধ্যমে প্রদর্শনী, সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করার জন্য উপাচার্য জাদুঘর কর্তৃপক্ষসহ সকলের প্রতি আহবান জানান। পরে অতিথিবৃন্দকে সাথে নিয়ে তিনি ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন এবং মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী স্মারক-এর মোড়ক উন্মোচন করেন।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, চবি প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার, চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের পরিচালক ড. মোহাম্মদ আতিয়ার রহমান, চবি সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।   


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video