চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপনের কর্মসূচি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ০৬, ০৩:৩৫ অপরাহ্ন

এই বৈশাখে বৈশ্বিক বৈভবে এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৪) বাংলা নববর্ষ ১৪৩১ উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যবাহী বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠেয় এ বর্ষবরণ উৎসবে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় উদযাপন কমিটির আহবায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের।

 

অনুষ্ঠানমালায় সকাল ১০:৩০ টায় চবি স্মরণ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে চবি জারুলতলায় এসে শেষ হবে। বেলা ১১:০০ টায় চবি জারুলতলায় বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হবে জাতীয় সংগীত, বৈশাখের গান ও নৃত্য অনুষ্ঠান। বেলা ১১:৩০ টা থেকে দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। অনুষ্ঠানে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় শুভ নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। দুপুর ১২:০১ টা থেকে ১২:৩০ টায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলী খেলা (মুক্ত মঞ্চ), কাবাডি খেলা (বুদ্ধিজীবী চত্বর) এবং বউচি খেলা (চাকসু প্রাঙ্গন) অনুষ্ঠিত হবে। দুপুর ১২:৩১ টা থেকে (দুপুর ১:১৬ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত থাকবে বিরতি) বিকাল ৩:৩০ টায় জারুলতলার বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা।  সবশেষে বিকাল ৩:৩১ টা থেকে ৫:০০ টা পর্যন্ত বে অব বেঙ্গল ব্যান্ড দলের মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হবে।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার্থে উক্ত দিন সকাল ৮:৪৫ টায় একটি বাস নিউমার্কেট থেকে এবং অপর একটি বাস একইসময়ে আগ্রাবাদ থেকে ছেড়ে যথাক্রমে ১ ও ২ নং রুট অনুসরণ করে ক্যাম্পাসে পৌঁছবে এবং অনুষ্ঠান শেষে যথারীতি ফিরে যাবে। সার্বজনীন প্রাণের এ উৎসবে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video