চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পরিবহন

নৌযানের যাত্রীভাড়া ৩০% বাড়িয়ে পুনঃনির্ধারণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ১৬, ০৫:২৫ অপরাহ্ন

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রীভাড়া ৩০ শতাংশ বৃদ্ধি করে পুনঃনির্ধারণ করা হয়েছে, যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ।

শতকরা ৩০ ভাগ ভাড়া বৃদ্ধির ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া হবে প্রতি কিলোমিটারে ৩ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া হবে ২.৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা পুনঃর্নির্ধারণ করা হয়েছে।

গতবছর নৌযানে যাত্রীভাড়া পুনঃনির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২.৩০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২ টাকা। সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা।

এর আগে ২০১২ ও ২০১৩-তে নৌযানের যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video