চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

পরিবহন

সৌর বিদ্যুৎ চালিত সোলার-রিক্সা চালু হলে যাত্রী সাধারণের ভাড়া বর্তমানের চাইতে এক তৃতীয়াংশ কমে আসবে। পরিবেশ বান্ধব এ পরিবহন চালু হলে অধিক শ্রম দেয়া থেকে পরিত্রাণ পাবে চালকেরা।

চট্টগ্রাম নগরীতে পরীক্ষামুলকভাবে চালু করা হলো সোলার-রিক্সা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ ডিসেম্বর ১৯, ১২:৫২ অপরাহ্ন
নগরীতে সৌর বিদ্যুৎ চালিত সোলার-রিক্সা পরীক্ষামুলকভাবে চালু করা উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে বাংলাদেশে প্রথম সৌর বিদ্যুৎ চালিত সোলার-রিক্সা চালু করার পদক্ষেপ নিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৈদ্যুতিক ঘাটতি যাতে সৃষ্টি না হয় সেজন্য সরকার ব্যাটারী চালিত রিক্সার অনুমোদন দিচ্ছে না। এই সোলার-রিক্সা ব্যাটারী চালিত রিক্সার বিকল্প হিসেবে রাস্তায় নামতে পারে। এতে করে বৈদ্যুতিক ঘাটতি সম্যসার আংশিক সমাধান হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ বেকারত্ব দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে। সৌর বিদ্যুৎ চালিত সোলার-রিক্সা পরীক্ষামুলকভাবে চালু করা উদ্বোধনকালে একথা বলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

 

১৮ ডিসেম্বর রবিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাটালীহিল অস্থায়ী নগর ভবন প্রাঙ্গনে এস.এস.এল কর্তৃক প্রদেয় সোলার-রিক্সা নগরীতে পরীক্ষামুলকভাবে চালু করার জন্য ২টি রিক্সা গ্রহণ করেন সিটি মেয়র।

 

মেয়র আরো বলেন, এই সোলার-রিক্সা চট্টগ্রাম নগরীতে চালু করার পর অবৈধ ব্যাটারী চালিত রিক্সা চলাচলের বিরুদ্ধে চসিক এখন থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সৌর বিদ্যুৎ চালিত সোলার-রিক্সা চালু হলে যাত্রী সাধারণের ভাড়াও বর্তমানের চাইতে এক তৃতীয়াংশ কমে আসবে। নতুন প্রযুক্তির সোলার-রিক্সা চালু করা গেলে অবৈধ ব্যাটারী চালিত রিক্সার কারণে যে বিদ্যুৎ অপচয় হয়, তা রোধ করা সম্ভব হবে। পরিবেশ বান্ধব এ পরিবহন চালু হলে চালকেরা অধিক শ্রম দেয়া থেকে পরিত্রাণ পাবে।

 

এতে চসিক যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, এস.এস.এল-এর পক্ষে এহসান মাহমুদ আলম, মো. কামাল উদ্দিন, খুরশিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।


- মা.ফা

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video