আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে
নগরীর নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ
ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘সিএমপি-বিদ্যানন্দ, সবাই মিলে
শারদ আনন্দ’।
আজ ২৮ সেপ্টেম্বর বুধবার নগরীর কোতোয়ালি থানাধীন জে.এম.সেন হলে আয়োজিত এই কার্যক্রমের উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ। এরফলে সমাজের স্বল্প-আয়ের মানুষেরা নিজের পছন্দের পণ্যটি নিতে পারবেন নামমাত্র মূল্যে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক নাফিস চৌধুরী, কো অর্ডিনেটর মো. জামাল উদ্দিন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
- মা.ফা
মন্তব্য করুন