স্বল্প-আয়ের মানুষের জন্য নামমাত্র মূল্যে পছন্দের পণ্য

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ২৮, ০৫:৫৪ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে নগরীর নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘সিএমপি-বিদ্যানন্দ, সবাই মিলে শারদ আনন্দ’।

আজ ২৮ সেপ্টেম্বর বুধবার নগরীর কোতোয়ালি থানাধীন জে.এম.সেন হলে আয়োজিত এই কার্যক্রমের উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ। এরফলে সমাজের স্বল্প-আয়ের মানুষেরা নিজের পছন্দের পণ্যটি নিতে পারবেন নামমাত্র মূল্যে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক নাফিস চৌধুরী, কো অর্ডিনেটর মো. জামাল উদ্দিন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

- মা.ফা

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework