চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খেলাধুলা

দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং দলগত রানার্সআপ বাংলাদেশ আনসার ও ভিডিপি।

৩৯তম জাতীয় টেবিল টেনিস (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়নশীপ-২০২৩

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ জুলাই ৩০, ০৫:০২ অপরাহ্ন
৩৯তম জাতীয় টেবিল টেনিস পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিজেকেএস, ইউ.সি.বি ও পোলার আইসক্রীম-এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত ৩৯তম জাতীয় টেবিল টেনিস (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়নশীপ-২০২৩ এ দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং দলগত রানার্সআপ হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি।

 

২৯ জুলাই সন্ধ্যায় পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস। সিজেকেএস টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি খন্দকার হোসেন মুনির (সুমন), সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম প্রমুখ। 


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video