চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খেলাধুলা

আটটি গ্রুপের সমন্বয়ে ৩২টি দলের অংশগ্রহণে সেবানিকেতন বনাম বাকলিয়া (জুনিয়র) একাদশের উদ্বোধনী খেলার মাধ্যমে সিজেকেএস সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩ টুর্নামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার।

সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ডিসেম্বর ০৬, ০২:০৯ অপরাহ্ন
সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩ এর প্রেস ব্রিফিং।

চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে ৩২ দলের অংশগ্রহণে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩ শুরু হচ্ছে ।

 

৫ ডিসেম্বর রবিবার সিজেকেএস ও সিডিএফএ আয়োজিত সংবাদ সম্মেলনে ৬ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে ৩য় বিভাগ ফুটবল লীগ উদ্বোধনের তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে লীগের উদ্বোধনী খেলায় মুখোমুখী হবে সেবানিকেতন বনাম বাকলিয়া একাদশ (জুনিয়র)। এই টুর্নামেন্টে গ্রুপ পদ্ধতিতে অংশগ্রহণকারী দলসমূহকে লটারির মাধ্যমে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে। চট্টগ্রামের এম.এ আজিজ ও বন্দর স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এ লীগের বাজেট নির্ধারণ করা হয়েছে ৮লাখ ১৩ হাজার টাকা।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস অতিরিক্তি সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস যুগ্ম-সাম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, নাসির মিঞা, হারুন আল রশীদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত প্রমূখ।


- ই.হো  

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video