চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

পাঁচদিনব্যাপী এই এলিট রেফারিং কোর্সে ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

সিজেএফআরএ এলিট রেফারিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ অক্টোবর ২২, ০৪:২১ অপরাহ্ন
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন আয়োজিত সিজেএফআরএ এলিট রেফারিং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের সাথে অতিথিবৃন্দ।

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের উদ্যোগে ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচদিনব্যাপী এলিট রেফারিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

 

এসময় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, খায়রুল আলম চৌধুরী স্বপন, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ, স্পন্সর আবদুল মান্নান, ফুটবল রেফারি এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, কোর্স প্রশিক্ষক জিএম চৌধুরী নয়ন, রিটুরাজ বড়ুয়া, মাহমুদ হাসান মামুন, শরীফুজ্জামান খান টিপু, খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঁচদিনব্যাপী এই এলিট রেফারিং কোর্সে ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।


- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video