চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন চট্টগ্রামের ৭০ টি স্কুলের প্রায় ৪২০ জন শিক্ষার্থী দাবাড়ু।

মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতা ২০২২-এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ সেপ্টেম্বর ১৯, ০৩:০৮ অপরাহ্ন
মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতা ২০২২-এর উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

চট্টগ্রামে মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতা ২০২২ (জোন-১)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম(বার), পিপিএম(বার)।


১৮ সেপ্টেম্বর রবিবার সকালে সিজেকেএস জিমন্যাশিয়ামে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর সভাপতি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। চট্টগ্রাম পুলিশ সুপার ও সিজেকেএস এর সহ-সভাপতি এস.এম শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি আলহাজ দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।


সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান মহসিন জামান পাপ্পু, সম্পাদক তনিমা পারভীন, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সৈয়দ আব্দুল আহাদ, আবদুল মালেক, এস.এম তারেক, সদস্য কামরুল ইসলাম, শারফিন কবির লিসা প্রমুখ।


জোন-১ এর খেলার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে মাষ্টার আব্দুল মালেক বাপ্পী। চট্টগ্রামের ৭০ টি স্কুলের প্রায় ৪২০ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন এই দাবা প্রতিযোগিতায়। ৩য় রাউন্ড শেষে প্রতিযোগিতার  শীর্ষে আছে সরকারী মুসলিম হাই স্কুল-রুলেক্স, হাজী মোহাম্মদ মহসিন সরকারী হাই উচ্চ বিদ্যালয়, সেন্ট প্লাসিড্স স্কুল এন্ড কলেজ-কিং, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল-কিং, চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়-ডে।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video