চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খেলাধুলা

চট্টগ্রাম বিভাগের ১১ জেলা হতে ২১টি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে।

বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ মার্চ ১২, ১২:৫৩ অপরাহ্ন
বেলুন উড়িয়ে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী।

চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শুরু হয়েছে আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। চট্টগ্রাম বিভাগের ১১ জেলা হতে ২১টি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে।

 

১১ মার্চ সকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী।

 

এসময় প্রধান অতিথি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা নিজেদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্ব বাড়ায়। এ সম্প্রীতি সারাদেশে ছড়িয়ে দেয়ায় হবে শিক্ষার্থীদের আগামী দিনের লক্ষ্য।

 

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নাজিমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।


- ই.হো.


মন্তব্য করুন

Video