জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অ-১৭) উপজেলা পর্যায়ে বালক বিভাগে ফটিকছড়ি ২-০ গোলে আনোয়ারাকে পরাজিত করে এবং মহানগর পর্যায়ে বালক বিভাগে কোতোয়ালী ২-১ গোলে চান্দগাঁওকে পরাজিত করে। একই সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অ-১৭) বালিকা বিভাগে পটিয়া ৪-০ গোলে সীতাকুন্ডকে পরাজিত করে ও বালিকা বিভাগে কোতোয়ালী ২-১ গোলে ডবলমুরিং কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন পটিয়া ও মহানগর পর্যায়ে চ্যাম্পিয়ন ডবলমুরিং দল।
২ জুলাই চট্টগ্রাম নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। ডিডিএলজি চট্টগ্রাম মো. বদিউল আলমের সভাপতিত্বে এবং সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মু. মাহমুদ উল্লাহ মারুফ, সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহা. আকতারুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. দিদারুল আলম, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো.হারুন আল রশীদ, সিজেকেএস-সিডিএফএ কাউন্সিলরবৃন্দসহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
-সংবাদ বিজ্ঞপ্তি
-মা ফা / জা হো ম
মন্তব্য করুন