চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খেলাধুলা

সিজেকেএস অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি টেবিল টেনিস লীগ ২০২২-২৩ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে ফ্রেন্ডস ক্লাব, ৩য় স্থান অর্জন করে ওপিএ এবং ৪র্থ স্থান অর্জন করে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।

টেবিল টেনিস লীগ ২০২২-২৩ চ্যাম্পিয়ন নবীন মেলা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ মার্চ ১২, ১২:১৩ অপরাহ্ন
সিজেকেএস অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি টেবিল টেনিস লীগ ২০২২-২৩ এ চ্যাম্পিয়ন নবীন মেলা।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্টের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি টেবিল টেনিস লীগ ২০২২-২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবীন মেলা এবং রানার্স আপ হয় ফ্রেন্ডস ক্লাব। ৩য় স্থান অর্জন করে ওপিএ ও ৪র্থ স্থান অর্জন করে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।

 

১০ মার্চ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। সভাপতিত্ব করেন সিজেকেএস সহ-সভাপতি ও টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।

 

সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. হারুন রশিদের সঞ্চালনায় সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, একেএম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাশেমসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।


- মা.সো.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video