চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

টি-২০ নারী বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ সেপ্টেম্বর ০৪, ০৯:৪১ অপরাহ্ন
বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। --ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

দলে নতুন মুখ হিসাবে এসেছেন পেসার মারুফা আকতার।  সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় নারী  ক্রিকেট লিগে দারুণ বোলিংয়ের সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মারুফা। ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে খেলতে নেমে মারুফা সর্বোচ্চ ২৩ উইকেট নেন। এ ছাড়া জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে তিনি ৭ ম্যাচে দখল করেন ১৩ উইকেট।

বাছাইপর্বে বাংলাদেশসহ মোট আটটি দেশ দুগ্রুপে ভাগ হয়ে খেলবে। দুগ্রুপের সেরা দুদল আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপে খেলবে।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৪-২৬ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ পড়েছে গ্রুপে, এবং গ্রুপটিতে বাংলাদেশের দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বি গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ নারী দল বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে আগামী ৮ সেপ্টেম্বর দুবাই রওয়ানা হবে।

ইতোমধ্যে যে দলগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে, সেগুল হল: স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

বাছাই পর্বে বাংলাদেশের খেলার সূচি:

১৮ সেপ্টেম্বর: প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

১৯ সেপ্টেম্বর: প্রতিপক্ষ স্কটল্যান্ড।

২১ সেপ্টেম্বর: প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।


মন্তব্য করুন

Video