চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ফাইনাল খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) ৪০-৩৯ পয়েন্টে শহীদ শাহজাহান সংঘ কে পরাজিত করে।

চুকবল লীগ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ সেপ্টেম্বর ২৭, ০৩:২২ অপরাহ্ন
সিজেকেএস রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চুকবল লীগ ২০২২ বিজয়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)-এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

সিজেকেএস রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চুকবল লীগ ২০২২-এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)। ফাইনাল খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) ৪০-৩৯ পয়েন্টে শহীদ শাহজাহান সংঘ কে পরাজিত করে এবং রানার্স আপ হয় শহীদ শাহজাহান সংঘ।

 

রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চুকবল লীগ ২০২২ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

 

অনুষ্ঠানে সিজেকেএস কাউন্সিলর ও চুকবল কমিটির চেয়ারম্যান এইচ.এম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জাহিদুল করিম বাপ্পী সিকদার। এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, এ.কে.এম আবদুল হান্নান আকবর, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, সিজেকেএস কাউন্সিলর শওকত হোসেন, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, আবদুর রশিদ লোকমান, আবু জাহেদ, শাহ পরাণ নিশান, সরওয়ার মনি প্রমুখ।

 

চুকবল লীগ ২০২২-এর সুশৃঙ্খল দল নির্বাচিত হয় এম.এইচ স্পোর্টিং ক্লাব এবং দৈনিক আজাদী লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) দলের খেলোয়াড় আরাফাত রহমান।


- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video