চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতা ২০২২-এ জোন-১ এ চ্যাম্পিয়ন হয়েছে হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং সর্বোচ্চ ১১ পয়েন্ট পেয়ে জোন-২ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়।

চট্টগ্রামে স্কুল দাবা প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২৭, ০৫:৪০ অপরাহ্ন
পুরস্কার হাতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতা শেষ হয়েছে। ২৪ অক্টোবর সোমবার রাত ৮ টার দিকে সিজেকেএস কনভেনশন হলে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান।

 

প্রতিযোগিতায় চট্টগ্রামের (জোন-১) এ সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়। ৮ পয়েন্ট পেয়ে উপলব্ধি দ্বিতীয় এবং ৬ পয়েন্ট পেয়ে কলেজিয়েট স্কুল তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া প্রতিযোগিতার জোন-২ এ সর্বোচ্চ ১১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। ৯ পয়েন্ট পেয়ে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ দ্বিতীয় এবং ৮ পয়েন্ট পেয়ে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে।

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান মো. মহসিন জামাল পাপ্পু, সম্পাদক তনিমা পারভীন, যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সৈয়দ আব্দুল আহাদ, আবদুল মালেক, সদস্য মো. নুরুল আমিন প্রমুখ।

 

উল্লেখ্য যে, জোন-১ এবং জোন-২ এর চ্যাম্পিয়ন স্কুল আগামী নভেম্বর-২০২২ এ অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

 

- ই.হো

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video