চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

খেলাধুলা

চ্যাম্পিয়ন মাদারবাড়ী উদয়ন সংঘ, রানার্স আপ চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ।

চট্টগ্রামে সিজেকেএস-সিডিএফএ সাইফ পাওয়ারটেক প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৩-২৪ সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ নভেম্বর ০৪, ১২:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেক-এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-সিডিএফএ-সাইফ পাওয়ারটেক প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৩-২৪ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাদারবাড়ী উদয়ন সংঘ। রানার্স আপ হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ।  

 

২ নভেম্বর বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরীর এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দীন শামীম, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাব্দ্দুীন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, মো. ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহিদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।

 

সমাপনী দিনে অনুষ্ঠিত মাদারবাড়ী উদয়ন সংঘ বনাম ব্রাদার্স ইউনিয়ন-এর খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হয় ব্রাদার্স ইউনিয়ন-এর খেলোয়াড় মো. নোমান (জার্সি-১০)। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন লায়ন গভর্ণর এমডিএম মহিউদ্দীন।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video