চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

খেলাধুলা

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম জীবন বলী।

ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ এপ্রিল ২৮, ০৪:১৭ অপরাহ্ন
জব্বারের বলীখেলার বালুর মঞ্চে লড়েছেন ৭২ জন বলী।

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম জীবন বলী।লালদিঘীর পাড়ের অস্থায়ী বালুর মঞ্চে লড়েছেন ৭২ জন বলী। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে বলীখেলার চূড়ান্ত পর্বে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার হোমনার শাহাজালাল বলীকে হারিয়ে জয়ী হন জীবন বলী। প্রায় ৩০ মিনিটের লড়াই শেষে জীবন তিন পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। জব্বারের বলী খেলায় এবার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল (চ্যালেঞ্জিং বাউট), সেমি ফাইনাল ও ফাইনালে (চ্যাম্পিয়ন বাউট) মোট ৭২ জন বলী অংশ নেন। বলীখেলার প্রথম সেমিফাইনাল মোকাবিলা করেন তরিকুল ইসলাম জীবন ও মমিন বলী। এতে জীবন বলী জয় পেয়ে ফাইনালে ওঠেন। দ্বিতীয় সেমিফাইনালে সৃজন চাকমা ও শাহাজালাল বলী মোকাবেলা করেন। এতে জয় পেয়ে শাহাজালাল বলী ফাইনালে ওঠেন। বলীখেলা পরিচালনা করেন সাবেক কমিশনার আবদুল মালেকসহ চারজন। এবারের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা ও ট্রফি। রানারআপকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video