ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং
অঞ্চলে লিগের ম্যাচশেষে দাঙ্গা ও পদদলিত হয়ে নিহতের সংখ্যা সর্বশেষ খবর অনুযায়ী ১৭৪
জনে পৌঁছেছে। মর্মান্তিক এই ঘটনার পর এক সপ্তাহের জন্য ফুটবল লিগ বন্ধ ঘোষণা করে
দেওয়া হয়েছে।
শনিবার রাতে ইন্দোনেশিয়ার ঘরোয়া
ফুটবল লিগে আরেমা এফসি ও পারসেবায়া সুরায়া ক্লাবের মধ্যকার ম্যাচশেষে মাঠে আগত দর্শক
ও নিরাপত্তা বাহিনী পুলিশের সঙ্গে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের কারণে হুড়াহুড়িতে পদদলিত হয়ে
অন্তত ১৭৪ জন নিহত এবং আরো অন্তত ১৮০ জন আহত হয়।
ইন্দোনেশিয়ার লিগা ওয়ানের ম্যাচটি
৩-২ গোলে জেতে পারসেবায়া। দুদশকের বেশি সময় পর পারসেবায়ার কাছে হেরে যাওয়ায় আরেমার
সমর্থকরা ক্ষুব্ধ হয়ে মাঠে ঢুকে পড়ে। এ সময় দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার
গ্যাস নিক্ষেপ করার পর ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার ফলে পদদলিত হয়ে হতাহতের এই
ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পারসেবায়ার খেলোয়াড়রা মাঠ ছেড়ে
গেলেও আরেমার বেশ কয়েকজন দ্রুত মাঠ ছাড়তে না পারায় তাঁরাও হামলার শিকার হন। নিরাপত্তাকর্মীরা
এরপর পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়েন সমর্থকদের ওপর, যা ত্রাসের সৃষ্টি করে
স্টেডিয়ামে। মূলত এর ফলেই পদদলিত হওয়ার ঘটনাগুলি ঘটে।
এ ছাড়া মাঠের বাইরে ভাঙচুরও করেছে
সমর্থকরা। ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা বলেছে,
এটি ইন্দোনেশীয় ফুটবলের একটি কলঙ্কময় দিন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে । রোববার বিকেলে এক শোক বিবৃতিতে বাফুফে নিহতদের পরিবার-পরিজনদের
আন্তরিক শোক ও গভীর সমবেদনা জানায়।
মন্তব্য করুন