চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

খেলাধুলা

প্রশিক্ষণ কোর্সে ৩২টি দেশের ১০৫ জন উশু বিচারক অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে অংশগ্রহণকারী ৪জন আন্তর্জাতিক উশু বিচারক হিসেবে লাইসেন্স অর্জন করেছেন।

আন্তর্জাতিক উশু বিচারক হলেন সিজেকেএস উশু কমিটির কর্মকর্তারা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ Jun ২০, ০১:২৮ অপরাহ্ন

মিশরের কায়রো শহরে আন্তর্জাতিক উশু ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক উশু বিচারক প্রশিক্ষণ এবং সার্টিফিকেট কোর্স ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণকারী ৪জন আন্তর্জাতিক উশু বিচারক হিসেবে লাইসেন্স অর্জন করেছেন।  

 

গত ৮ জুন হতে ১৪ জুন অনুষ্ঠিত এই সার্টিফিকেট কোর্সে ৩২টি দেশের ১০৫ জন উশু বিচারক অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে মোট ৪ জন উশু বিচারক হিসেবে অংশগ্রহণ করেন তৎমধ্যে ৩ জনই চট্টগ্রামের। তারা হলেন- চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উশু কমিটির যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল ফয়সাল, সদস্য শাহরীন চৌধুরী ও সহকারী প্রশিক্ষক ফারজানা খানম।

 

প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণকারী ৪জন আন্তর্জাতিক উশু বিচারক হিসেবে লাইসেন্স অর্জন করে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।  তাদের এই সাফল্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি ও সিজেকেএস উশু কমিটির পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


- মা.ফা.  

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video