চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খেলাধুলা

উদ্বোধনী দিনে মোট ৬টি খেলা অনুষ্ঠিত হয়। ৬ মে শনিবার বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আতিক কুতুবী স্মৃতি ভলিবল টুর্ণামেন্ট ২০২৩-এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ মে ০৬, ০৩:৫৩ অপরাহ্ন
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস প্রশিক্ষণ মাঠে আতিক কুতুবী স্মৃতি ভলিবল টুর্ণামেন্ট ২০২৩-এর শুভ উদ্বোধন করেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান।

চট্টগ্রামে আতিক কুতুবী স্মৃতি ভলিবল টুর্ণামেন্ট ২০২৩-এর শুভ উদ্বোধন করা হয়েছে। চকবাজার ভলিবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ৫ মে শুক্রবার বিকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস প্রশিক্ষণ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।  

 

সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও কাস্টমস্ কর্মকর্তা মো. ইসমাঈল কুতুবীর সভাপতিত্বে ও মো. সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নুরুল ইসলাম সিকদার ভুট্টো, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক ও সিজেকেএস ভলিবল কমিটির সম্পাদক ওহিদ সিরাজ চৌধুরী স্বপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভলিবল কমিটির সহ-সভাপতি মো. শোয়াইব, যুগ্ম-সম্পাদক শামীম আহমেদ, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনম ওয়াহিদ দুলাল, সিজেকেএস নির্বাহী সদস্য হারুন অর রশিদ, সিজেকেএস কাউন্সিলর লুৎফুল করিম সোহেল, সাইফুল্যা চৌধুরী।

 

উদ্বোধনী দিনে মোট ৬টি খেলা অনুষ্ঠিত হয়। ৬ মে শনিবার বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।


- মা.সো.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video