চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক

নৌকাডুবির দুর্ঘটনায় এ পর্যন্ত ১০৩ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং একশরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মারা যায় প্রায় ১শরও বেশি মানুষ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ Jun ১৪, ০১:৪৭ অপরাহ্ন

উত্তর মধ্য নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রায় ১শরও বেশি লোক মারা গেছে। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া শেষে নৌকার যাত্রীরা নাইজার প্রদেশ থেকে কোয়ারা রাজ্যে ফিরছিল। এ সময়ে দুর্ঘটনাটি ঘটে। ১৩ জুন মঙ্গলবার পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

 

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় গণমাধ্যম-কর্মীদের জানান, এ পর্যন্ত আমারা ১০৩ জনের মৃতদেহ পেয়েছি এবং একশরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে তিনি আরো জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।

 

কোয়ারা রাজ্য গভর্নরের কার্যালয় মৃতের সংখ্যার বিষয়ে কিছু উল্লেখ করেনি। তবে নৌকাযাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল বলে জানিয়েছে।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video