মামলায় হাজিরা দিতে এসে গ্রেফতার হন পাকিস্তানের সাবেক
প্রধানমন্ত্রী ইমরান খান। ৯ মে মঙ্গলবার এএফপি’র এক সংবাদ মাধ্যমে জানা
যায়, গত বছর তাকে অপসারণের পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার একটির জন্য হাজিরা
দিতে আসলে রাজধানীর একটি আদালতে গ্রেফতার করা হয় তাকে।
সংবাদ মাধ্যমে আরো জানা যায়, ইমরান খানকে গ্রেফতারের পর
সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিল তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি
(পিটিআই)। কিন্তু, পুলিশ তাদের সতর্ক করেছে যে চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ
করার আদেশ কঠোরভাবে প্রয়োগ করা হবে।
একটি দুর্নীতি মামলার কথা উল্লেখ করে ইসলামাবাদ পুলিশের
অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে ‘কাদির ট্রাস্ট মামলায়
ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।’ খানকে ইসলামাবাদ
হাইকোর্টে গ্রেফতার করে রাখা হয়েছে, নাকি অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে তা
তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
শত শত পিটিআই সমর্থক নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সংঘর্ষে
জড়িয়ে পড়ে এবং আদালতের বাইরে বিশৃঙ্খল দৃশ্য দেখায় স্থানীয় টিভি চ্যানেলগুলো ।
তাকে হত্যার ষড়যন্ত্রের জন্য একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগকে সেনাবাহিনী ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে সতর্ক করে দেয়ার একদিন পর তাকে গ্রেফতার করা হয়।
- মা.ফা.
মন্তব্য করুন