চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক

ইয়েমেনে হামলা শুরু করেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ জানুয়ারী ১৩, ০১:৪০ অপরাহ্ন

আবার নতুন করে শনিবার থেকে ইয়েমেনের রাজধানী সানায় হামলা শুরু করেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। এর মধ্যে কয়েকদিন আগেই উভয়দেশ ইয়েমেনে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংবাদ মাধ্যমে জানা গেছে, ২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীরাদের নিয়ন্ত্রীত বিমান ঘাঁটি সানার আল দাইলামিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সর্বশেষ হামলা চালিয়েছে।

এক্সে পোস্ট করা হুথিদের আল মাসিরা টিভির খবরে বলা হয়েছে, আমেরিকান ও ব্রিটিশ শত্রুরা রাজধানী সানার বেশকিছু স্থাপনায় কয়েকদফা হামলা চালিয়েছে। তারা আল দাইলামি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে টিভির খবরে বলা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।

হামাসের ওপর ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছিল। এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা শুরু করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video