সশস্ত্র সন্ত্রাসী হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজ নগরীতে একটি শিয়া মুসলিম মাজারে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। ২৬ অক্টোবর বুধবার এএফপি’র খবরের মাধ্যমে জানা যায় ইসলামিক স্টেট গ্রুপ সংঘটিত হামলার দায় স্বীকার করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সিরাজ নগরীর শাহ চেরাঘ দরগাহে মাগরিবের নামাজের সময় এ সশস্ত্র ‘সন্ত্রাসী’ হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১৯ জনের আহত হওয়ার কথা বলা হয়েছে। এর আগের খবরে সেখানে হামলায় ১৩ জন নিহত ও ৪০ আহত হওয়ার কথা জানানো হয়েছিল। সংবাদ সংস্থা ফার্স জানায়, নিহতদের মধ্যে অন্তত এক নারী ও দুই শিশু রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রাথমিক খবরে বলা হয়, সিরাজ নগরীর শাহ চেরাঘ দরগাহে ভয়াবহ এ হামলা চালায় তিনজন হামলাকারী। তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
- মা.ফা
মন্তব্য করুন