চট্টগ্রাম রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক

আর্টেমিসে যান্ত্রিক ত্রুটি: শেষমুহূর্তে স্থগিত নাসার নতুন চন্দ্রাভিযান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ৩০, ১২:১৪ অপরাহ্ন
উৎক্ষেপণের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও লাঞ্চিং প্ল্যাটফর্মে চুপচাপ দাঁড়িয়ে থাকা আর্টেমিস এসএলএস।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা চাঁদে তাদের বহুপ্রতীক্ষিত আর্টেমিস ওয়ান রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ যান্ত্রিক ত্রুটির কারণে শেষমুহূর্তে স্থগিত করতে বাধ্য হয়েছে।

 

সুদীর্ঘ অর্ধশতাব্দীর বিরতির পর নাসা আবার চাঁদে মানুষ পাঠানোর জন্য এই উচ্চাভিলাষী কর্মসূচি হাতে নিয়েছে।

 

কিন্তু নাসা এখন বলছে, তাদের আর্টেমিস রকেটের একটি ইঞ্জিনে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, যা যথাসময়ে মেরামত করা যায়নি।

 

এটির সম্ভাব্য উৎক্ষেপণের পরবর্তী দিন ঠিক করা হয়েছে আগামী  সেপ্টেম্বর। সেদিনও কোনো কারণে তা করা না গেলে, উৎক্ষেপণের পরবর্তী সম্ভাব্য তারিখটি হল ৫ সেপ্টেম্বর।

 

নাসার আর্টেমিস মিশন মানুষের মহাকাশ অভিযানে এক নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছিল, এবং নাসা দীর্ঘদিন ধরে এই উৎক্ষেপনের দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু গতকাল এই এসএলএস বা স্পেস লঞ্চিং সিস্টেমের ইন্টারট্যাঙ্কে একটি ফাটল পরিলক্ষিত হয়। ফলে নির্ধারিত সময়ে তা আর উৎক্ষেপণ করা সম্ভব হয়নি।

 

এসএলএসের ইন্টারট্যাঙ্ক হচ্ছে রকেটের একটি অংশ, যা তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন ট্যাঙ্কগুলিকে সংযুক্ত করে। এছাড়া এসএলএস-এর যে চারটি বিশাল আরএস-২৫ ইঞ্জিন রয়েছে, তার একটিতেও একটি সমস্যা দেখা দিয়েছিল।

 

রকেট ছোঁড়ার যে সময়টি ঠিক করা হয়েছিল, তার কাউন্ট ডাউনের আগে নাসার প্রকৌশলীরা সেটা মেরামতের প্রাণান্তকর চেষ্টা করেও ব্যর্থ হন।


এরপরই নাসার রকেট লঞ্চ বিষয়ক পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল-টম্পসন ইঞ্জিনের সমস্যার কারণ দেখিয়ে আর্টেমিস-ওয়ানের পরিকল্পিত লঞ্চটি বাতিল করে দেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video