চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপরাধ

মুক্তিপণ বাবদ টাকা নিতে আসা ৬ আসামিকে হাটহাজারী মোড় বাস টার্মিনাল থেকে আটক করে পুলিশ। পরে আটককৃত আসামিদের তথ্য মতে রাউজান থানার হলদিয়া ইউনিয়নের রহমানিয়া মাদ্রাসার পাশ থেকে ভিকটিম মো. হারুন রশিদকে উদ্ধার করা হয়।

ব্যবসায়ীকে অপহরণের ১২ ঘন্টার মধ্যেই পরিকল্পনাকারীসহ ৬ অপহরণকারী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ২৮, ০৬:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণের বারো ঘন্টার মধ্যেই উদ্ধার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে ঘটনার মূল পরিকল্পনাকারীসহ ৬ অপহরণকারীকে। অপহরণ কাজে ব্যবহৃত একটি জিপগাড়ি ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

 

অপহৃত মো. হারুন রশিদ চট্টগ্রামের ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা। গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় সময় হারুন রশিদ বায়েজিদ বোস্তামী থানাধীন মাইজপাড়া আনোয়ারুল আজিম পেট্রোল পাম্পের বিপরীতে রাস্তায় তার পূর্ব-পরিচিত মতিউর রহমান লিয়াকত ও খুরশিদ আলমের সাথে কথা বলছিলেন। এ সময় হাটহাজারী থেকে অক্সিজেনগামী একটি প্রাইভেট কার তাদের পাশে এসে দাঁড়ায়। গাড়ি থেকে ৩ জন এবং আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা আরো ৮/৯ জন ব্যক্তি হঠাৎ মো. হারুন রশিদকে কোনো কিছু বুঝে উঠার আগেই জোরপূর্বক উক্ত প্রাইভেট কারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা হারুন রশীদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রীর মোবাইল ফোনে কল দিয়ে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

 

অপহরণের অভিযোগ পেয়ে দ্রুততার সাথেই ভিকটিমের স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী এবং রাউজান থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। একপর্যায়ে রাত সাড়ে তিনটার সময় হাটহাজারী মোড় বাস টার্মিনাল সংলগ্ন দরবার হোটেলের সামনে থেকে মুক্তিপণ বাবদ টাকা নিতে আসা ৬ আসামিকে আটক করে পুলিশ। আসামিদের হেফাজত থেকে একটি Hunk মোটরসাইকেল এবং একটি জিপগাড়িসহ আটক করলেও অজ্ঞাতনামা আসামিরা ভিকটিমের মোবাইল নিয়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় ভিকটিমকে একটি রূপালী রঙের প্রাইভেট কার, আটককৃত জিপ ও মোটরসাইকেল যোগে অপহরণ করে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন সুলতানপুর সিটিয়াপাড়া হারুন চেয়ারম্যানের বাড়ির নাছির উদ্দিনের ঘরে নিয়ে আসামি মঞ্জুর আলমকে বুঝিয়ে দেয় তারা। আসামিরা আটক হওয়ার পর ভিকটিমকে উক্ত স্থান থেকে অন্যত্র নিয়ে যায়। পুলিশ আটককৃত আসামিদেরকে নিয়ে তাদের দেখানো মতে নাসির উদ্দিনের বাড়িসহ চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন সম্ভাব্য সকল স্থানে ভিকটিমকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখে। অভিযানের এক পর্যায়ে ২৭ নভেম্বর বুধবার ১০.৪৫টার সময় চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন হলদিয়া ইউনিয়নের রহমানিয়া মাদ্রাসার পাশ থেকে ভিকটিম মো. হারুন রশিদকে উদ্ধার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ।

 

গ্রেফতারকৃত আসামি ১) আল ফয়জুল আলম প্র. রবিউল (৩৫), ২) মো. সোহানুর রহমান (২৮), ৩) মো. সাদেকুল আলম (২৯), ৪) মো. লোকমান শরীফ (৩৫), ৫) মো. শফিকুল ইসলাম বাপ্পী (৩০) ও ৬) মো. আরমান প্রকাশ মানিক (৪৪)-দেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে।


- মা.ফা.


মন্তব্য করুন

Video