চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লাইফস্টাইল

রূপচর্চা শুধু সৌন্দর্য্য বিকাশের জন্য নয়, সুস্বাস্থ্যের জন্যও অত্যন্ত জরুরী।

রূপচর্চার ক্ষেত্রে আধুনিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ সেপ্টেম্বর ২৭, ০৩:০৯ অপরাহ্ন
মেক-আপ, হেয়ার এন্ড ফেইস কেয়ারের এডভান্সড মাস্টারক্লাস কর্মশালায় অংশগ্রহনকারীদের সাথে অতিথিবৃন্দ।

প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্বব্যাপী সবক্ষেত্রেই পরিবর্তন ঘটছে। রূপচর্চার ক্ষেত্রেও আধুনিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী।  গতকাল ২৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় মেক-আপ, হেয়ার এন্ড ফেইস কেয়ারের এডভান্সড মাস্টারক্লাসের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

 

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় এবং অপ্সরা বিউটি পার্লারের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী মেক-আপ, হেয়ার এন্ড ফেইস কেয়ারের এডভান্সড মাস্টারক্লাসের সমাপনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের বিউটি পার্লার খাত বর্তমানে শিল্পে পরিনত হয়েছে। এই খাতের উন্নয়নে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সবসময় কাজ করে যাচ্ছে। এসময় ভবিষ্যতে যে কোন ধরনের প্রয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, রূপ চর্চায় নারীরা অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশী সচেতন। উদ্যোক্তা ও কর্মজীবি নারীর সংখ্যাবৃদ্ধির সাথে সাথে নারীরা অনেক বেশী স্বাস্থ্য সচেতন হয়ে উঠছেন। রূপচর্চা শুধু সৌন্দর্য্য বিকাশের জন্য নয়, সুস্বাস্থ্যের জন্যও অত্যন্ত জরুরী। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক রূপচর্চার কাজে টিকে থাকতে হলে, আমাদেরকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করতে হবে।

 

অপ্সরা বিউটি পার্লারের কর্ণধার শিরিন লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক রেবেকা নাসরিন, সাংবাদিক ডেইজি মওদুদ, বিশিষ্ট বিউটিশিয়ান গীতি বিল্লাহ প্রমুখ।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video