নতুন আঙ্গিকে ঈদের কেনাকাটা' শিরোনামে চট্টগ্রামে গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। মানুষের কর্মব্যস্ত জীবন, অসহনীয় গরম ও ভিড়ের মাঝে মার্কেট ঘুরে ঈদের কেনাকাটা অনেকের জন্যই চ্যালেঞ্জিং। তাদের ভোগান্তি নিরসনে এক ছাদের নিচে সব রকমের আয়োজন নিয়ে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হচ্ছে তিনদিন ব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের। থাকছে বিভিন্ন ধরনের কালেকশন।
এম এন্ড এম বিজনেস কমিউনিকেশন এর উদ্যোগে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল ‘রেডিসন ব্লু বে ভিউ’তে আগামী ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে আয়োজিত গ্র্যান্ড ঈদ এক্সিবিশন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। এক্সিবিশনের টাইটেল স্পন্সরে অংশ নিচ্ছে মুন্নু সিরামিক এবং গোল্ড স্পন্সর হিসেবে আছে ভেনেটা ফার্নিচার। ঢাকা, চট্টগ্রাম, দুবাই, ভারত, পাকিস্তান ও অন্যান্য দেশের ৭০টিরও বেশি প্রিমিয়াম ব্র্যান্ড, উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও জুয়েলারি এক্সপার্ট।
আয়োজিত গ্র্যান্ড ঈদ এক্সিবিশন বিষয়ে এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ বলেন, চট্টগ্রামবাসীর জন্য কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ ও আরামদায়ক করে তুলতে এ আয়োজন। উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে এর মাধ্যমে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৯৮ শতাংশই নারী, ফলে এই মেলা পুরো বছরের জন্য একটি গ্রাহক ভিত্তি তৈরি করতে তাদের সাহায্য করবে।
- প্রেস রিলিজ
- মা.ফা/জা.হো.ম
মন্তব্য করুন