ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা আমাদের প্রথম উদ্যোগ। ভবিষ্যতে আমরা প্রতি মাসেই এই ধরনের আয়োজন করার চেষ্টা করব। যাতে করে অনলাইন ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা পণ্য বিক্রয়ের পাশাপাশি সরাসরি খুচরা ক্রেতার সাথে নিজেদের ধারনা আদান-প্রদান করতে পারেন। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোক্তাদে আয়োজিত অনলাইন ভিত্তিক পণ্য বিক্রয় মেলার সমাপ্তি অনুষ্ঠানে এসব কথা বলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান।
অনলাইনভিত্তিক পণ্য বিক্রয়ের ফ্ল্যাটফর্ম ই-শপ ‘উই বাজার’-এর উদ্যোগে এবং সিডব্লিউসিসিআই-এর সহযোগিতায় তিন-দিনব্যাপী মেলায় অংশগ্রহণ করেছেন ২০ জন অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তা। ৮ জুলাই শুক্রবার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক কাজী তুহিনা আক্তার, পরিচালক ও উই বাজারের মডারেটর নূজহাত নূয়েরী কৃষ্টি, পরিচালক শাহেলা আবেদিন, সদস্য রোকেয়া রহমান, শিরিন আক্তার শিল্পী ও উই বাজারের মডারেটর শারমিন আক্তার।
মেলায় বেষ্ট সেলার হিসেবে প্রথম পুরস্কার পান স্নেহা বুটিকস, দ্বিতীয় পুরস্কার পান বাহ্ এবং তৃতীয় পুরস্কর পান মাঈশা বুকিটস। বেষ্ট প্রোডাক্টস্-এর পুরস্কার পান কাঠবিড়ালীর ঘর, দ্বিতীয় পুরস্কার পান শৌখিনতা এবং তৃতীয় পুরস্কার পান আনজুম।
-সংবাদ বিজ্ঞপ্তি
- মা ফা / জা হো ম
মন্তব্য করুন