চট্টগ্রামে চিটাগাং
উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) ও প্রাইম ব্যাংকের যৌথ
উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে নারী
উদ্যোক্তাদের জন্য স্মার্ট ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব উইম্যান ব্যাংকিং এন্ড এফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা
আবেদিন।
২৫ নভেম্বর শনিবার
বিকালে সিডব্লিউসিসিআই সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডব্লিউসিসিআই
প্রেসিডেন্ট-ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন
সিডব্লিউসিসিআই ভাইস প্রেসিডেন্ট ও সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারপারসন
লুৎমিলা ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে
শায়লা আবেদিন স্মার্ট ব্যাংকিং-এর উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রাইম ব্যাংকের
ব্যাংকিং সেবার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে নারীদের জন্য প্রদত্ত
সেবাসমূহের নানা দিক তুলে ধরেন।
সভাপতি আবিদা মোস্তফা
বলেন, আমাদের সাথে সম্পৃক্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তারা নিজেদেরকে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত
করতে সচেষ্ট। আমরা নারীদের প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের এগিয়ে নিয়ে যেতেও কাজ করে যাচ্ছি।
আমরা আশা করি প্রাইম ব্যাংকের স্মার্ট ব্যাংকিং-এর আওতায় সহজ শর্তে ঋণ নিয়ে তারা সামনে
এগিয়ে যেতে পারবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য
রাখেন সিডব্লিউসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব, প্রাইম ব্যাংক খাতুনগঞ্জ
ব্র্যাঞ্চের এভিপি ও হেড অব ব্র্যাঞ্চ রুমা ঘোষ এবং প্রাইম ব্যাংক নীরা উইম্যান ব্যাংকিং
এর ম্যানেজার ফাতেমা আক্তার নাজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, শামীম মোরশেদ, ডিরেক্টর নাসরিন সুলতানা চৌধুরী, নুজহাত নুয়েরী কৃষ্টি, প্রাক্তন পরিচালক আক্তার বানু ফেন্সি, প্রতিষ্ঠাতা সদস্য ও উই বাজারের চেয়াপারসন চৌধুরী জুবায়েরা সাকী, সদস্য সারা তানভী, রেহেনুমা মরিয়ম সহ প্রাইম ব্যাংক উইম্যান ব্যাংকিং-এর এসইও সুবর্ণা প্রভা দাস, ম্যানেজার প্রতিতি আয়েশা।
- মা.ফা.
মন্তব্য করুন