চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

বিজনেস

ব্যবসায়ী ও ক্রেতাগণ সহজে, নিরাপদে এবং সুশৃংখলভাবে যেন বাজার করে বাড়ী ফিরতে পারে তার জন্য যা যা করা দরকার সবকিছু ক্রমান্বয়ে করা হবে রিয়াজউদ্দিন বাজারে।

রিয়াজউদ্দিন বাজারকে আধুনিকায়ন করা হবে- চসিক মেয়র

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২০, ০৪:৩১ অপরাহ্ন
রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে বাজারের সড়কগুলোতে লাগানো সিসি ক্যামেরার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করীম চৌধুরী।

চট্টগ্রামের ব্যবসায়ীদের কেন্দ্রবিন্দু হচ্ছে রিয়াজ উদ্দিন বাজার। এই পুরানো বাজারকে উন্নয়নের আওতায় আনতে হবে। চৈতন্যগলিতে কয়েকমাসের মধ্যে আরসিসি ঢালাই এবং বাকী সড়কগুলো উন্নয়নের আওতায় নিয়ে আসা হবে দ্রুত। রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সিসি ক্যামেরার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করীম চৌধুরী একথা বলেন।

১৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরো বলেন, ব্যবসায়ী ও ক্রেতারা সহজে, নিরাপদে এবং সুশৃংখলভাবে যেন বাজার করে বাড়ী ফিরতে পারে তার জন্য যা যা করা দরকার সবকিছুই ক্রমান্বয়ে করা হবে। ঐতিহ্যবাহী এই বাজারটিকে আধুনিক বাজারে রূপান্তর করার আশ্বাস প্রদান করে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বণিক সমিতির দাবীসমূহ ক্রমান্বয়ে বাস্তাবায়ন করা হবে। রিয়াজউদ্দিন বাজারের চলমান সমস্যাগুলো সমাধানেরও আশ্বাস প্রদান করেন তিনি।

সাংগঠনিক মাস উদযাপন উপলক্ষ্যে  রফিক উদ্দিন সিদ্দিক রোডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূইয়া। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি আবুল কাইয়ুম তালুকদার। অতিথি ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, সলিম উল্লাহ বাচ্চু, নীলু নাগ। সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব জানে আলম, যুগ্ম-সম্পাদক আবদুস শুক্কুর, ফারুক শিবলী, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান, সাংগনিক সম্পাদক কাজী মো. ইদ্রীস, ক্রীড়া সম্পাদক জাফর আহম্মদ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক কফিল উদ্দিন, প্রচার সম্পাদক মো. মেহরাজ, দপ্তর সম্পাদক আবদুল মোমেন, কার্যকরী সদস্য জসিম উদ্দিন, মিজানুর রহমান, শওকত হোসেন সুমন, মাহমুদুল হকসহ সমিতির উপদেষ্টাগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।

- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video