চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিজনেস

বুট ক্যাম্পে মোট ২৯ জন নতুন নারী উদ্যোক্তাদের মধ্যে আগ্রহীরা অংশগ্রহন করেন।

নারী উদ্যোক্তাদের জন্য বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ Jun ১২, ০১:০৪ অপরাহ্ন
বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা

নতুন উদ্যোক্তাদের জন্য চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি অব্যহতভাবে কাজ করে যাচ্ছে। ইনকিউবেশন সেন্টারটি আমাদের চলমান কর্মকান্ডের একটি অংশ। সকলের সহযোগিতা পেলে আমরা আমাদের কর্মকান্ডকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। ১১ জুন রবিবার চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে এসএমই ফাউন্ডেশন ও এডিবির সহযোগিতায় আয়োজিত বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে এইসব কথা বলেন প্রধান অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

CWCCI এর সেমিনার হলে লুৎমিলা ফরিদের সভাতিত্বে নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের প্রথম ইনকিউবেশন সেন্টারের ইনকিউবিটিদের নিয়ে ৬ দিনব্যাপী বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ফার্ষ্ট ভাইস-প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ইনচার্জ মো. রফিকুল ইসলাম, বুট ক্যাম্পের বিশেষজ্ঞ প্রশিক্ষক SIYB Founcation of Bangladesh-এর সেক্রেটারী জেনারেল ও সিনিয়র প্রশিক্ষক জোহা জামিলুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, পরিচালক রেবেকা নাসরিন, কাজী তুহিনা আক্তার, নূজহাত নূয়েরী কৃষ্টি, সাবিনা কাইয়ুম, ইনকিউবেশন সেন্টারের কো-চেয়ারম্যান ও CWCCI-এর প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার ও আইভি হাসান। ইনকিউবেশন সেন্টারের সদস্য ও CWCCI-এর প্রাক্তন পরিচালক শামিলা রিমা, সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী, সারা তানভীসহ SIYB Founcation of Bangladesh এর প্রশিক্ষক রুমান ইশতিয়াক রাফিন।

CWCCI  Business Incubation Center-এর চেয়ারম্যান ও CWCCI-এর পরিচালক লুৎমিলা ফরিদ বলেন আমরা বুট ক্যাম্পের মাধ্যমে বেশ কিছু সৃজনশীল ব্যবসার ধারনা পেয়েছি। তাদের এই ধারনাগুলো সফল উদ্যোগ হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে আমরা আগামী ৬ মাস কাজ করে যাব।

-সংবাদ বিজ্ঞপ্তি

-মা ফা / জা হো ম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video