চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিজনেস

নারী উদ্যোক্তাদের উন্নয়নে যৌথভাবে কাজ করবে চিটাগাং উইম্যান চেম্বার ও আইএলও

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ নভেম্বর ০৮, ০১:২০ অপরাহ্ন
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও আইএলও-এর যৌথ-উদ্যোগে আয়োজিত টেকনিকাল প্ল্যানিং ওয়ার্কশপে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের সাথে অতিথি ও কর্মকর্তাবৃন্দ।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সর্বপ্রথম আঞ্চলিক চেম্বার হিসেবে দীর্ঘদিন যাবত এ অঞ্চলে কাজ করে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা আইএলও কে সাথে নিয়ে এ অঞ্চলের নারী উদ্যোক্তা ও আঞ্চলিক চেম্বার সমূহের উন্নয়নে কাজ করবো। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও আইএলও-এর যৌথ-উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নয়নে দিনব্যাপী টেকনিকাল প্ল্যানিং ওয়ার্কশপে সভাপতির বক্তব্যে একথা বলেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী।    

 

৭ নভেম্বর সোমবার চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সেমিনার হলে আয়োজিত টেকনিকাল প্ল্যানিং ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলও-এর চীফ টেকনিক্যাল এডভাইজর Pedro Jr. Bellen। তিনি বলেন, আইএলও প্রগ্রেস প্রজেক্ট নিয়ে চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রথম সিডাব্লিউসিসিআই-এর সাথে টেকনিকাল প্ল্যানিং ওয়ার্কশপের আয়োজন করেছি। এই প্রজেক্ট ৫ বছরের জন্য হলেও সিডাব্লিউসিসিআই-এর সাথে দীর্ঘমেয়াদী কাজ করার ইচ্ছে পোষণ করছি আমরা। কর্মশালার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন আইএলও-এর টেকনিক্যাল অফিসার Nabin Karna ও ন্যাশনাল প্রোগ্রাম অফিসার Alexius Chicham

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। সিডব্লিওসিসিআই-এর প্রাক্তন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালক রোকসানা আক্তার চৌধুরী রুহি, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালক জেসমিন আক্তার, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আইভি হাসান, পরিচালক শামীম মোর্শেদ, সীমা খাতুন, বেবী হাসান, নূজহাত নূয়েরী কৃষ্টি, শাহেলা আবেদীন, লুৎমিলা ফরিদ, ফাতেমা ইসলাম লিজা, প্রাক্তন পরিচালক আক্তার বানু ফেন্সী, শামিলা রীমা, সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও সিতারা রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।


- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video