প্রযুক্তির উন্নয়ন ও ধারাবাহিকতায় পৃথিবীর সাথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। আয়োজিত কর্মশালার মাধ্যমে আমরা প্রযু্ক্তিনির্ভর ব্যবসার উদ্যোগ ও ব্যবসাকে কিভাবে ডিজিটালাইজড করা যায় সে বিষয়ে ধারনা অর্জন করতে পারবো।
৩০ মে সোমবার সকালে চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রির সেমিনার হলে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “ডিজিটাল ব্যবসার উদ্যোগ ও ব্যবসা ডিজিটালকরণ” শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন প্রধান অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।
প্রধান অতিথি কর্মশালা আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য অনুরোধ জানান।
এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন CWCCI বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারপার্সন ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর পরিচালক লুৎমিলা ফরিদ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এসময় কর্মশালার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোকপাত করেন নগদ লিমিটেড, বাংলাদেশ এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জনাব এ.এস.এম সামজিদুল ইসলাম।
- সংবাদ বিজ্ঞপ্তি
- মা ফা/ জা হো ম
মন্তব্য করুন