চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিজনেস

চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে কনটেন্ট রাইটিং কর্মশালা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ২৩, ০১:৪৫ অপরাহ্ন
দিনব্যাপী বিজনেস কমিউনিকেশন এন্ড কনটেন্ট রাইটিং শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কমিউনিকেশন বা যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি আমাদের পণ্যের সঠিক মান ও তথ্য ক্রেতা-দর্শনার্থীর কাছে সঠিকভাবে উপস্থাপন করতে না পারি, তাহলে বাজারজাতকরন করা হবে না। ২২ আগস্ট সোমবার চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিজনেস কমিউনিকেশন এন্ড কনটেন্ট রাইটিং শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির ভাষণে চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা এ কথা বলেন।

 

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রাক্তন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালক রোকসানা আক্তার চৌধুরী রুহী, পরিচালক রেবেকা নাসরিন, নূজহাত নূয়েরী কৃষ্টি, লুৎমিলা ফরিদ, ফাতেমা ইসলাম লিজা এবং বিশেষজ্ঞ প্রশিক্ষক সানজিদা কাইয়ুম। এসময় উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক শাহেলা আবেদীন।


- নু.বা

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video