একজন বিক্রেতা কোন কিছু কিনে এনে বিক্রয় করলে
তিনি হবেন ব্যবসায়ী আর একজন বিক্রেতা কোন কিছু কিনে তাকে অলংকরণ করে বিক্রয় করলে
তিনি হবেন উদ্যোক্তা। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির
উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক পণ্য বিক্রয়ের প্ল্যাটফর্ম উই বাজারের উদ্যোগে এবং
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় ৪ দিনব্যাপী শরৎ
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের উপ-সচিব ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর মহাব্যবস্থাপক নাসিম
ফারহানা।
১১ সেপ্টেম্বর রবিবার নগরীর আগ্রাবাদস্থ
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি সবাইকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন এবং শরৎ উৎসবে অংশগ্রহনকারী সকল
উদ্যোক্তাদের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফার
সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংক এশিয়া লিমিটেড-এর এফভিপি এবং জোন হেড,
এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সালমা রহমান নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে
খুটিনাটি বিষয়গুলো তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বারের
উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিপণনের জন্য উই বাজার প্ল্যাটফর্মকে কাজে
লাগানোর অনুরোধ জানিয়ে আবিদা মোস্তফা বলেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত
করার জন্য নামমাত্র ভাড়ায় উই বাজারের উদ্যোগে প্রতি মাসেই ক্ষুদ্র ক্ষুদ্র মেলা
আয়োজন করা হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন
চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক ও উই বাজার-এর ডিরেক্টর ইন-চার্জ নুজহাত নূয়েরী
কৃষ্টি। উই বাজারের এ্যাডমিন শারমিন আক্তারের সঞ্চালনায় বক্তব্য
রাখেন চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক সাবিনা কাইয়ুম, প্রাক্তন
পরিচালক শামিলা রীমা, সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী।
অনুষ্ঠান শেষে কেক কেটে মেলার শুভ সূচনা করেন
প্রধান অতিথি এবং উপস্থিত অতিথিবৃন্দসহ মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন পর্যায়ের
ক্ষুদ্র উদ্যোক্তারা। মেলা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা
পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
- মা.ফা
মন্তব্য করুন