সবসময় নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। প্রতিষ্ঠার পর থেকে আমরা এ অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নয়নে আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। সিডব্লিওসিসিআই বিজনেস ইনকিইবেশন সেন্টারে সম্পৃক্ত হতে আগ্রহীদের নিয়ে মেনটরশীপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।
২৮ জুন বিকালে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে প্রতিষ্ঠানের সেমিনার হলে আয়োজিত মেনটরশীপ অনুষ্ঠানে মেনটর হিসেবে বার কোড রেষ্টুরেন্ট গ্রুপের স্বত্বাধিকারী মনজুরুল হক বলেন সততা, নিষ্ঠা ও একাগ্রতা থাকলে জীবনে যেকোন কাজে সফল হওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে সততা একটি বড় পুঁজি। সততার সাথে ব্যবসা পরিচালনা করলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। ব্যবসার ক্ষেত্রে সৃজনশীল উদ্যোগ গ্রহন করতে সমাজের সমস্যাগুলো নিয়ে ভাবতে হবে এবং এর সমাধানের সাথে সম্পৃক্ততা রেখে কোন ব্যবসা পরিচালনা করা যায় কিংবা কোন উদ্যোগ গ্রহন করা যায়, তার নিরিখে সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিওসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারম্যান ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক লুৎমিলা। এসময় উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী এবং সারা তানভীসহ অন্যান্যরা।
উপস্থিত অংশগ্রহনকারীদের মেনটর-এর কাছ থেকে ব্যবসায়িক ধারনা গ্রহন করে তা কাজে লাগানোর পরামর্শ দেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী।
-সংবাদ বিজ্ঞপ্তি
-মা ফা / জা হো ম
মন্তব্য করুন