ক্রমবর্ধমান আমদানি রপ্তানির কথা মাথায় রেখে প্রস্তুত করতে হবে চট্টগ্রামকে। ইতোমধ্যে কর্ণফুলী টানেল, বে-টার্মিনাল, মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম কক্সবাজার রেললাইন সবকিছুই আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষেই তৈরী করা হচ্ছে। ৩১ মে মঙ্গলবার দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ২৯ তম আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
আয়োজিত মাসব্যাপী এ মেলার ব্যপ্তি প্রায় ৪ লাখ বর্গফুট। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় অংশগ্রহণ করছে ১৭ টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৬ টি প্রিমিয়ার স্টল, ৯৯ টি গোল্ড স্টল, ৪৮ টি মেগা স্টল, ১৪ টি ফুড স্টল, ২টি আলাদা লোন নিয়ে ৩৭০টি স্টলে ৩১০-এর বেশি প্রতিষ্ঠান। সর্বসাধারণ যাতে ব্যাপকহারে মেলা পরিদর্শন করতে পারে, সে লক্ষ্যে দর্শনার্থীদের টিকিটের মূল্য গতবারের মতো ১৫ টাকা রাখা হয়েছে। বিশেষ করে স্কুলের প্লে-গ্রুপ থেকে ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে ৫ লক্ষ টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন চট্টগ্রাম সিটি কপোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য আব্দুল লতিফ, পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, সৈয়দ মোহাম্মদ তানভীর, আকতার হোসেন প্রমূখ।
- সংবাদ বিজ্ঞপ্তি
- মা ফা/ জা হো ম
মন্তব্য করুন