চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিজনেস

চট্টগ্রামে রূপালী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ সেপ্টেম্বর ১৭, ০৭:২১ অপরাহ্ন
রূপালী ব্যাংক লিমিটেড ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে শাখা ব্যবস্থাপক সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

ব্যাংক ম্যানেজমেন্ট ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে রূপালী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

১৭ সেপ্টেম্বর শনিবার নগরীর পাঁচলাইশস্থ রুপালী ব্যাংক টওয়ারের কনফারেন্স রুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় তিনি ঘোষিত ১০০ দিনের লক্ষ্যমাত্রা অর্জনে খেলাপী ঋণ আদায়, রেমিট্যান্স বৃদ্ধি, রপ্তানি ঋণ ও আমানতের প্রতিশ্রুতি রক্ষায় জোনাল ম্যানেজার, বিভিন্ন নির্বাহী, শাখা ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।



 

তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বা রুপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য আমাদের সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও সতাতার সাথে কাজ করতে হবে।

 

বানিজ্যিক রাজধানী চট্রগ্রামে রুপালী ব্যাংক লিমিটেডের রপ্তানি ব্যবসা বহুগুন বৃদ্ধি করা প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন ব্যবস্থাপনা পরিচালক। সম্মেলন শেষে আগ্রাবাদ বানিজ্যিক এলাকা শাখা, আগ্রাবাদ কর্পোরেট শাখা ও রুপালী সদর কর্পোরেট শাখায় তিনটি এটিএম বুথের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

 

চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যস্থাপক মোহাম্মদ শাজাহান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আবুল হাসান, বেগম কামরুন নাহার, মাসুক-ই-ইলাহী, এবশাদ হোসেন চৌধুরী, এস.এম বুরহান উদ্দিন, শেখ ফজলুল করিম সহ বিভিন্ন শাখার নির্বাহী, ব্যবস্থাপক এবং কর্মকর্তাবৃন্দ।

 

- মা.সো

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video