চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিজনেস

নবান্ন উসব উপলক্ষে আয়োজিত মেলা আগামী ১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

উই বাজারের উদ্যোগে চট্টগ্রামে শুরু হল ৫ দিনব্যাপী নবান্ন উৎসব

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ নভেম্বর ২৮, ১১:৫৫ পূর্বাহ্ন
সমবেতভাবে উদ্বোধন করা হয় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় উই বাজারের উদ্যোগে আয়োজিত ‘নবান্ন উৎসব-১৪২৯’।

 চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় উই বাজারের উদ্যোগে চট্টগ্রামে শুরু হল নবান্ন উৎসব-১৪২৯। ২৭ নভেম্বর রবিবার নগরীর হোটেল আগ্রাবাদ প্রাঙ্গনে নবান্ন উৎসব উপলক্ষে ৫ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব নাসিম ফারহানা, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ও ডা. মুনাল মাহবুব, ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, আয়েশা ফারহা চৌধুরী, নিশাত ইমরান, পরিচালক শামীম মোর্শেদ, সীমা খাতুন, সাবিনা কাইয়ুম, নূজহাত নূয়েরী কৃষ্টি, আকলিমা আক্তার আঁখি, সিডব্লিওসিসিআই সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা ও স্টল মালিকসহ অতিথিবৃন্দদের নিয়ে সমবেতভাবে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে নবান্ন উৎসব-১৪২৯-এর শুভ উদ্বোধন করেন।

 

নবান্ন উসব উপলক্ষে আয়োজিত মেলা আগামী ১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।


- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video