চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুর্ঘটনা

২৬ নভেম্বর শনিবার ভোর সাড়ে ৪ টার সময় মহাসড়কের জোারাগঞ্জ থানাধীন চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাইয়ে বাসের ধাক্কায় নিহত ৩ আহত ১

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ নভেম্বর ২৬, ০৬:২৯ অপরাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা চট্টগ্রাম-মুখী পিকআপ ভ্যানে একটি এনা বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১ জন। ২৬ নভেম্বর শনিবার ভোর সাড়ে ৪ টার সময় মহাসড়কের জোারাগঞ্জ থানাধীন চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

 

দূর্ঘটনায় নিহতরা হলো- মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন গ্রামের আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২) ও বরিশালের বানারিপাড়া থানার বিশারকান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর ছেলে মো. সোহেল (৩৮)। আহত হয়েছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার বাদলের ছেলে আরিফ (৩৪)। আহত বাদলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ (ঢাকা-মেট্টা-ন, ১৯-৪৪২১) ভ্যানের পেছনে এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা-মেট্টা-ব, ১৪-৯৩৬১) ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তন্ময় জামশেদ আলম আহত খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত বলে ঘোষণা করেন। অন্য ২ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।

 

নিহত সোহেলের আত্মীয় সোহাগ জানান, নিহতরা সবাই জাহাজের শ্রমিক। তারা চট্টগ্রাম থকে জাহাজের একটি পাটাতন মেরামত শেষে ঢাকা থেকে পিকআপ ভ্যানে করে চট্টগ্রামে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

 

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। বর্তমানে নিহতদের লাশ ও দূর্ঘটনাকবলিত গাড়ীগুলো পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video