চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুর্ঘটনা

অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে কেউ হতাহত হয়নি।

মিরসরাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ৫ পরিবার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ জানুয়ারী ০৯, ০৪:১৮ অপরাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ বসতঘর। ৯ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের সিদ্দীক ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটে।

 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আপন সহোদর আব্দুর রহমান, খোরশেদ আলম, নুরুল আলম মানিক ও শফিউল আলম। এছাড়া একই বাড়ির নাছির উদ্দিনের বসতঘরও পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে কেউ হতাহত হয়নি।

 

ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবা উল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ৫টি বসতঘর পুড়ে গেছে। ঘরের একটি জিনিসও রক্ষা করা যায়নি।

 

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ইছাখালী এলাকায় আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল অনেক ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে। তারপরও আমরা গিয়ে ওই বাড়ির আরো অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার কাজ চলছে। 


- নাছির উদ্দিন, মিরসরাই

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video