চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুর্ঘটনা

দূর্ঘটনায় নিহত অটোরিক্সা চালক মো. শরীফ (২৮) উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার মো. আজমীরের ছেলে। আহত যাত্রী কিশোর প্রিয়তাব (১৩) একই এলাকার মো. বেলালের ছেলে।

মিরসরাইয়ে বাসের ধাক্কায় নিহত অটো চালক, যাত্রীর পা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ডিসেম্বর ০৬, ০৪:০৯ অপরাহ্ন
মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগর সড়কে দূর্ঘটনাকবলিত অটোরিক্সা ও চয়েস বাস।

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় নিহত হয়েছে অটোরিক্সা চালক এবং পা বিচ্ছিন্ন হয়ে মারত্মক আহত হয়েছে অটোরিক্সার ১ যাত্রী। ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সড়কের কালামিয়া হাজি বাড়ীর পুরাতন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত অটোরিক্সা চালক মো. শরীফ (২৮) উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার মো. আজমীরের ছেলে। আহত যাত্রী কিশোর প্রিয়তাব (১৩) একই এলাকার মো. বেলালের ছেলে।  

 

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, অর্থনৈতিক অঞ্চলে মডার্ন সিনটেক্স লিমিটেডের স্টাফ পরিবহনকারী চয়েস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১৪-৪৪৭৭) সকালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিক্সা চালক নিহত হয় এবং অটোরিক্সার যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায়।  

 

অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ফাঁডির ইনচার্জ মোহাম্মদ হাবিব বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহত কিশোর প্রিয়তাবকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চয়েস বাস চালক ইউসুফকে আটক করা হয়েছে এবং দূর্ঘটনাকবলিত গাড়ীগুলো পুলিশ হেফাজতে রয়েছে।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video