চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুর্ঘটনা

হুগলি নদীতে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় বাংলাদেশী জাহাজ এমভি রাফসান হাবিব-৩। ঘটনাস্থল থেকে জাহাজে থাকা ৯ জন কর্মীকে উদ্ধার করে অন্য জাহাজের কর্মীরা।

ভারতে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় বাংলাদেশী জাহাজ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ ফেব্রুয়ারী ২৬, ০২:২০ অপরাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হুগলি নদীতে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় বাংলাদেশী জাহাজ এমভি রাফসান হাবিব-৩।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হুগলি নদীতে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশের একটি জাহাজ ডুবে যায়। এমভি রাফসান হাবিব-৩ নামে জাহাজটি ছাই বোঝাই করে বাংলাদেশে আসছিল।

 

২৫ ফেব্রুয়ারি শনিবার ভোর ৫টায় এমভি রাফসান হাবিব-৩ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে আসা আরেকটি জাহাজের। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশী জাহাজটি ধীরে ধীরে হুগলি নদীতে ডুবে যেতে থাকে। এ সময় এমভি রাফসানে থাকা ৯ জন কর্মীকে উদ্ধার করে অন্য জাহাজের কর্মীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় মানুষ।

 

পুলিশ গণমাধ্যম-কর্মীদের জানায়, বাংলাদেশের জাহাজটি হুগলি নদী দিয়ে যাওয়ার সময় অপর একটি জাহাজ সেটিকে ধাক্কা মারে। এতে বাংলাদেশী জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছুক্ষণের মধ্যেই ডুবতে শুরু করে। ক্ষতিগ্রস্ত জাহাজের নয়জন কর্মীকে উদ্ধার করে স্থানীয় কুলপি থানায় নিয়ে যাওয়া হয়েছে।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video