চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দুর্ঘটনা

আগুন নিয়ন্ত্রণে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের আনোয়ারা, সিইউএফএল, পটিয়া ও বাঁশখালীর পাঁচটি ইউনিট কাজ করে। এ সময় এবি ব্যাংকের নৈশপ্রহরীকে অনেক চেষ্টার পর জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ নভেম্বর ০৭, ০২:৫১ অপরাহ্ন
আনোয়ারা উপজেলার অন্যতম প্রধান বানিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে রবিবার রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম প্রধান বানিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বেসরকারি ব্যাংকের শাখা, রেস্টুরেন্টসহ ১০টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

 

৬ নভেম্বর রবিবার রাত ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের ভোজন-বাড়ী রেস্টুরেন্ট ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত ১২টার দিকে ভোজন-বাড়ি রেস্টুরেন্টের নিচে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান ও তিনতলা ভবনে। এই ভবনে ভোজন-বাড়ি রেস্টুরেন্ট ও বেসরকারি এবি ব্যাংক লিমিটেডের একটি শাখাও রয়েছে। এছাড়া নিচে গ্যাস সিলিন্ডারের দোকান, স্বর্ণের দোকানসহ ২০টি দোকান রয়েছে। আগুনে ১০টি দোকান সম্পূর্ণ ও ১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

 

ভোজন-বাড়ি রেস্টুরেন্ট ও এবি ব্যাংক ছাড়াও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন মো. মোজাম্মেল, নাছির উদ্দিন, আবদুল জলিল, মো. দিদার, ফারুক সাওদাগর, মো. কায়সার, মো. শাহেদ ও মো. মনির।

 

এদিকে আগুন নিয়ন্ত্রণে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের আনোয়ারা, সিইউএফএল, পটিয়া ও বাঁশখালীর পাঁচটি ইউনিট কাজ করে। এ সময় এবি ব্যাংকের নৈশপ্রহরীকে অনেক চেষ্টার পর জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এবি ব্যাংকের ম্যানেজার মো. ফারহান বলেন, আগুনে ব্যাংকের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার তদন্ত চলছে। আগুনে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্তরা।

 

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আগুনের ঘটনার পর ফায়ার সার্ভিসের ৫ টি টিম তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্নয়ে তদন্ত চলছে।


- রানা সাত্তার/আনোয়ারা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video