চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনসেবা

সুফি আদর্শই বর্তমান পৃথিবীতে মানবমুক্তির অনন্য সোপান


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ আগস্ট ১১, ১২:৩৫ অপরাহ্ন
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট-এর পক্ষ হতে ‘এস.জেড.এইচ.এম ট্রাস্ট বৃত্তি তহবিল’ ফান্ডে এক কোটি টাকার চেক প্রদান করছেন সিডিএ চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ।

সুফিদের মৌলিক কাজই হচ্ছে মানব সেবা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের হক আদায় এবং মানুষে-মানুষে সৌভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সুফি-দরবেশরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সুফি আদর্শই বর্তমান পৃথিবীতে মানবমুক্তির অনন্য সোপান হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের মানবকল্যাণমূলক কাজ সম্পন্নের ব্যাপারে শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট কয়েক যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট-এর পক্ষ হতে এস.জেড.এইচ.এম ট্রাস্ট বৃত্তি তহবিলকে এবং বিভিন্ন খাতে সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)র চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ।  

 

১০ অগাস্ট সিডিএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট-এর উদ্যোগে এস.জেড.এইচ.এম ট্রাস্ট বৃত্তি তহবিল ফান্ডে এবং বিভিন্ন খাতে সহায়তার এক কোটি টাকার চেক প্রদান করা হয়। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিডিএর বোর্ড সদস্য এবং কারা পরিদর্শক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, এস.জেড.এইচ.এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ.ওয়াই.এম জাফর, এস.জেড.এইচ.এম ট্রাস্ট বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যক্ষ আবু আহমদ, চ.বি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা এবং বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন।


- মাইশা ফাইরোজ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video